News
হানিনাটস বিক্রি করেই হতে পারবেন কোটিপতি

হানিনাটস বিক্রি করেই হতে পারবেন কোটিপতি

 বাদাম মস্তিষ্কের বুস্টার খাবারের তালিকার অন্যতম প্রধান উপাদান। আপনার খাদ্যতালিকায় সব ধরনের বাদাম যেমন আখরোট, পেস্তা, বাদাম, অন্তর্ভুক্ত করে, আপনি আপনার মস্তিষ্কের দৈনিক ডোজ পূরণ করতে পারেন। তবে এর মধ্যে আখরোট মস্তিষ্কের জন্য সবচেয়ে উপকারী কারণ, এতে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা মস্তিষ্ককে দুর্বল হতে বাধা দেয় 

অথচ এটা হানিনাটসের বিজ্ঞাপনের কোথাও কেউ ব্যবহার করছেই না। এটা ব্যবহৃত হলে সেলস কনভার্সন রেট কত কত গুণ বেড়ে যেতো, কল্পনা করেন একবার।ঠিক একইভাবে যেকোন পণ্য বা সার্ভিসের কোন পেইন পয়েন্ট নিয়ে বেশি কথা বলা উচিত, সেটি না জেনেই অ্যাড রান করলে, কনটেন্ট তৈরি করলে সেলস এ লালবাত্ত্বি জ্বলবেই।

 হানিনাটসে এই পেইন পয়েন্ট নিয়ে কনটেন্ট করলে টার্গেট কাস্টমার হতো:

 টার্গেট কাস্টমার- ১: প্রতিটা শিশু, যারা পড়ালেখার প্রতিযোগীতাতে ১ম হওয়ার চ্যালেঞ্জ নিয়ে ফাইট করছে।

অ্যাড কপি: ”ক্লাশে ফাস্ট হতে আদরের সন্তানকে সকালে বিকালে হানিনাটস খাওয়ান।”

 টার্গেট কাস্টমার- ২: প্রতিটা ক্রিয়েটিভ ব্যক্তিদের Workplace এ এটা খুবই গুরুত্বপূর্ণ আইটেম। বড় বড় অফিসগুলোতে এটা এখন খাচ্ছেও, কাজ করতে গিয়ে আমারও খাওয়া হয়েছে।

অ্যাড কপি: ”সিগারেট ছাড়ো, হানিনাটস ধরো, ক্রিয়েটিভ দুনিয়াতে রাজত্ব করো।”

অথচ এত গুরুত্বপূর্ণ , বেশ চমকপ্রদ লাইনগুলো কেউ ব্যবহার করছেনা । এ লাইনসহ আরও কিছু আইডিয়া ব্যবহার করলে (যেমন: শিশু থেকে বৃদ্ধ সবারই হাড় মজবুতের জন্য নাটস খুবই প্রয়োজন উপাদান) শুধু হানিনাটস বিক্রি করেই মাসে কোটি টাকার বিজনেস করতে পারবেন।

সেলস কনভার্সন খরচ বেশি হওয়ার কারন হচ্ছে, কম গুরুত্বপূর্ণ কীওয়ার্ড, যেগুলোর জন্য মানুষ টাকা খরচ করতে বেশি আগ্রহী হয়না, যেসব কীওয়ার্ডগুলো ব্যবহৃত হচ্ছে, সেসব সমস্যার সমাধানের প্রতিদিনের খাওয়া সকল খাবারেই খুব ভালোই উপাদান রয়েছে।

 বাজারে হানিনাটস এর সেলস এর জন্য যে যে সমস্যার সমাধানের কথা বলা হচ্ছে:

 সমস্যা: যৌন দুর্বলতা কাটাতে হানি নাটস

সেল কনভার্সন কম হওয়ার কারন : মানুষের কাছে লজ্জাজনক খাবার। ঘরে আনলেই মানুষ ভাবে, পাওয়ার কমে গেছে, এ জন্য এটা আনছে। তাই লজ্জাতে আনতে পারেনা।

সমস্যা: গর্ভবতী মায়েদের পুস্টি যোগায়।

সেল কনভার্সন কম হওয়ার কারন : গর্ভবতী মায়েদের পুস্টির জন্য দুধ, শাক খাওয়াচ্ছি। এটাই যথেস্ট। আবার অতিরিক্ত এরকম টাকা খরচ করার কি দরকার।

 সমস্যা: রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

সেল কনভার্সন কম হওয়ার কারন : দুধ, ডিম, সবজি ঠিক ভাবে খেলেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এগুলো কিনার টাকা যোগাড় করতে কস্ট হয়, আবার হানি নাটস কিনতে হবে, ঢং রাখতে যায়গা পায়না।

 সমস্যা: ব্লাড প্রেসার নিয়ন্ত্রন করে।

সেল কনভার্সন কম হওয়ার কারন : গরুর মাংস, কোক, বাহিরের খাবার বন্ধ করো, ফ্রেশ সবজি খাও, ব্লাড প্রেসার ঠিক হয়ে আসবে। আলগা খরচের দরকার নাই।

 সমস্যা: অনিদ্রা দূর করে।

সেল কনভার্সন কম হওয়ার কারন : বই নিয়ে শুয়ে পড়ো, ঘুম চলে আসবে। এটা বড় ঔষধ। ( এটা ফান করলাম)। এটার জন্য হানিনাটস কিনার কি দরকার। টাকা কি গাছ থেকে পড়ে নাকি?

 সঠিক কীওয়ার্ডটা ব্যবহৃত করতে না পারলে, কোন লাইনটা ব্যবহৃত হলে মানুষ বেশি অ্যাংগেজ হয়, টাকা খরচ করতে আগ্রহী হয়, সেটার ব্যবহার না জানলে অ্যাড খরচ শুধু বাড়বেই। সেলস আসবেনা। তখন ফেসবুক অ্যালগরিদমকে গালি দিয়ে লাভ নাই। ফেসবুক মার্কেটিং করার আগে কাস্টমার সাইকোলজি হ্যাক করার মার্কেটিং স্কীলটা আগে থাকতে হবে। তারপর ফেসবুক মার্কেটিং স্কীল বা ফেসবুক অ্যাডস স্কীল থাকলে সেটাতে আপনি সফল হতে পারবেন। এই সাইকোলজি হ্যাকস এর জন্য দুর্দান্ত সব ট্রিকস মার্কেটাররা ব্যবহার করে। যা হরলিকস ব্যবহার করেছে, এবং তাদের সেলস কনভার্সন ছিলো অনেক অনেক বেশি।

কোটি টাকা ইনকামের স্বপ্নটা না দেখে, আগে সেলস স্কীলটা ডেভেলপ করার স্বপ্নটা দেখুন।

হানিনাটস বিজনেস এর ব্যর্থতার কারণগুলো পড়ে না থাকলে, পড়ে আসুন লিংকটা ক্লিক করে