News
বিজনেস সেলস গতি বৃদ্ধি করার কার্যকরী ট্রিকস

বিজনেস সেলস গতি বৃদ্ধি করার কার্যকরী ট্রিকস

আপনার বিজনেসের সেলস গতি স্লো হয়ে গেছে?বিজনেসের সেলস গতি বৃদ্ধি করতে চাইলে নিচে দেওয়া টিপসগুলো অনুসরণ করুন।

১) কনটেন্ট টপিকসকে গুরুত্ব দিন: আপনার প্রোডাক্ট নিয়ে মানুষ কি ভাবছে সেটা খুজে পাবেন, সেই নিশ রিলেটেড জনপ্রিয় ফেসবুক গ্রুপগুলোতে। আপনার কনটেন্ট কতটা কনভার্সন নিয়ে আসবে, সেটাতে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কনটেন্ট টপিকস। যে টপিকস নিয়ে ৯০ জন কনটেন্ট বানিয়েছে, সেটাকে সিলেক্ট না করে এমন টপিকস খুজুন, যেটা নিয়ে মাত্র ১০ জন বা আরও কম মানুষ কথা বলছে।

২) কনটেন্টে বৈচিত্র নিয়ে কাজ করুন: কনটেন্ট এর মধ্যে নাটকীয়তা, ফান যুক্ত করে কনটেন্ট তৈরি করুন। মানুষ যাতে কনটেন্টটা নিয়ে অনেকক্ষন মাথাতে রেখে ভাবে। ইমেজ, ভিডিও, আর্টিকেল সব টাইপ কনটেন্ট তৈরি করুন, মানুষ সব টাইপ কনটেন্টের স্বাদ পাবে।

৩) নিজস্ব অডিয়েন্স তৈরিতে মনোযোগ দিন: মানুষ যাতে সেলসম্যানের বাহিরেও আপনার আরেকটা পরিচয় আবিস্কার করতে পারে , সেটা টার্গেট করে সেলস পোস্টের বাহিরেও কিছু কনটেন্ট তৈরি করুন। অর্থাৎ যাতে কোন একটা বিষয়ে অভিজ্ঞ, সেই পরিচয়টা তৈরি হয়। ধরেন, আপনি চিয়াসিড বিক্রি করেন। চিয়াসিড ওজন কমাতে হেল্প করে। তাহলে আপনার পেইজে ওজন কমানোর টিপস নিয়ে ১০টা কনটেন্ট তৈরি করেন, ৩টা ওজন কমাতে চিয়াসিডের ভুমিকা নিয়ে কনটেন্ট বানাবেন। রেজাল্ট পাবেন ম্যাজিকের মত।

৪) রিকমেন্ডেশন বৃদ্ধিতে মনোযোগ দিন: হ্যাপী ক্লায়েন্ট, আপনার বিজনেসের সাথে জড়িতদের রিকমেন্ডেশন, ইন্ড্রাস্ট্রিতে যাদেরকে মানুষ বেশি ফলো করে তাদের রিকমেন্ডেশন পাওয়ার জন্য কিছু ক্যাম্পেইন প্লান করুন।

৫) ল্যান্ডিং পেইজে আরও মনোযোগ দিন: ল্যান্ডিং পেইজে এসে যাতে সব তথ্য অনেক বেশি সহজে দেখতে পারে, এবং বোরড না হয়, সেটা মাথাতে রেখে ল্যান্ডিং পেইজ তৈরি করুন। অনেক ল্যান্ডিং পেইজ দেখা যায়, লোড হতেই অনেক সময় লেগে যায়। বাংলাদেশের বেশিরভাগ ব্যবহারকারী মোবাইল ব্যবহারকারী। তাই মোবাইল ফ্রেন্ডলি এবং লোডিং টাইম যাতে একদমই কম লাগে সেটি নিশ্চিত করুন। অনেকেই অর্ডার করতে গিয়ে ফিরে যায়, শুধুমাত্র অর্ডার প্রসেসটা জটিল হওয়ার কারনে। সেলস বৃদ্ধি করতে ল্যান্ডিং পেইডে অর্ডার প্রসেসটাও সহজ করুন।

আপনি যেই কনটেন্ট তৈরি করে মানুষের নজরে আপনার ব্রান্ডকে নিয়ে আসতে চাচ্ছেন, সেই মেসেজগুলো পৌছাইতে ফেসবুক অ্যাডস, আর ফেসবুক পেইজ ব্যবহার করছেন। মাত্র এ দুটো চ্যানেলের উপর নির্ভর করলে সেলস বাড়বে না। ফেসবুক অ্যাডস, ফেসবুক পেইজ ব্লগ, ফেসবুক গ্রুপ, রিলস, ইউটিউব, টিকটক, ব্লগসহ আরও চ্যানেল বৃদ্ধি করুন। যত বেশি চ্যানেলের মাধ্যমে আপনার ব্রান্ডের কনটেন্ট দেখতে পাবে মানুষ, ততই আপনার সেলস বৃদ্ধি পাবে, সেলস স্মুথ হবে।